Excellent World কি ধরনের কোম্পানী?
এটি
ট্রেডিশনাল, ই-মার্কেটিং এবং
নেটওয়ার্ক মার্কেটিংয়ের সমন্বিত একটি অগ্রযাত্রা।
বাংলাদেশ
সরকারের
কোন
অনুমোদন
আছে
কি
না?
বাংলাদেশ
সরকারের ব্যবসায়িক সকল নীতিমালা মেনে Excellent World এখন প্রতিষ্ঠিত। আপনি চাইলে অনুমোদনের সকল প্রমানপত্র কোম্পানীর কর্পোরেট অফিসের নোটিশ বোর্ডে দেখতে পারবেন।
Excellent World কি কি পণ্য মার্কেটিং করে?
আমাদের
কোম্পানী মূলত Health, Beauty and
Consumer পণ্য মার্কেটিং করে থাকে।
আপনাদের
পণ্যগুলো
কি
নিজস্ব
উৎপাদিত?
বর্তমানে
আমাদের ৭০ টিরও অধিক পণ্য আছে। তার মধ্যে শতকরা ৮০ ভাগেরও বেশী পণ্য আমাদের নিজস্ব উৎপাদিত।
আপনাদের
পণ্যগুলো
কি
BSTI অনুমোদিত?
বাংলাদেশের
১১ টি প্রতিষ্ঠান আছে যারা পণ্য বাজারজাত করনের অনুমতি দিয়ে থাকে। তাই আমাদের যে পণ্যগুলো BSTI এর আওতায় পরে সেগুলো BSTI অনুমোদিত। আর অন্যান্য পণ্যগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় খাদ্য ও পুষ্টি বিজ্ঞান
ইনস্টিটিউট, BCSIR সহ অন্যান্য প্রতিষ্ঠান দ্বারা অনুমোদিত।
আপনাদের
পণ্যগুলো
কোথায়
উৎপাদিত
হয়?
নারায়নগঞ্জ
এর কাঁচপুরে অবস্থিত বিসিক (BSCIC) শিল্পনগরীতে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিতে পণ্যগুলো উৎপাদিত হয়। একটি এগ্রো ফুড ইন্ডাস্ট্রি এবং আরেকটি কসমেটিক ইন্ডাস্ট্রি।
Excellent : পণ্যের দামটা একটু বেশী?
কথাটি
সত্য। তবে একটি ছোট্ট সংশোধন হলো, কথাটি দাম বেশী না বলে বলতে চাই দামী পণ্য। কারণ ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড অনেক পণ্য বাজারে আছে। কিন্তু Excellent World একটি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড আর তাই ব্র্যান্ডের পন্য একটু দামীই হয়।
আমরা
যতটুকু
জানি
Excellent World এর
বয়স
প্রায়
৫ বছর। এই অল্প সময়ে কোম্পানির কি কি অর্জন রয়েছে?
আপনারা
জেনে খুশি হবেন যে, এই অল্প সময়ে কোম্পানির প্রায় ৬৫ হাজার বিজনেস একাউন্টধারী, প্রায় এক হাজার এ্যাচিভার, নিজস্ব ভবনে কর্পোরেট অফিস, দুইটি নিজস্ব ইন্ডাস্ট্রি এবং সারাদেশে প্রায় তিনশত পঞ্চাশটিরও অধিক ছোট-বড় অফিস রয়েছে।
আপনারা
বলছেন
আপনাদের
ব্র্যান্ড
মাল্টিন্যাশনাল,
সেটা
কীভাবে?
বর্তমানে
প্রায় আট থেকে দশটি দেশে আমাদের পণ্য বাজারজাত করা হচ্ছে। ওমানে আমাদের কান্ট্রি এজেন্ট রয়েছে। এবং ২০১৮ সালের মধ্যে আমরা এই দেশগুলোতে কান্ট্রি এজেন্ট এবং অফিস প্রতিষ্ঠা করব ইন্শাআল্লাহ।
এই
মুহূর্তে
আপনাদের
ভবিষ্যত
পরিকল্পনা
কি?
২০১৮
সালে আমাদের পণ্যগুলোর বাহ্যিক এবং আভ্যন্তরীন আমুল পরিবর্তন আসবে। আগামী মার্চ মাসের মধ্যে প্রত্যেকটি বিভাগীয় শহরে কোম্পানীর নিজস্ব অফিস প্রতিষ্ঠিত হবে এবং এই বছরের মধ্যেই আরো বারোটি জেলা শহরে কোম্পানীর নিজস্ব অফিস এবং বিভাগীয় শহর সহ মোট বিশ টি Excellent Research and
Training Center (ERTC) এর
নিজস্ব ক্যাম্পাস হবে।
উৎপাদনশীলতা
নিয়ে
আর
কোন
পরিকল্পনা
আছে
কী?
জেনে
আনন্দিত হবেন যে, গাজীপুরে ১৬৫ শতাংশ নিজস্ব জমিতে ২০১৮ সালের মধ্যে একটি নিজস্ব ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে যেখানে কমপক্ষে ১০ টি নতুন পণ্য উৎপাদন হবে। এবং ২০২১ সালের মধ্যে ৫০০ কাঠা জমির উপরে ইটালিয়ান প্রযুক্তিতে অত্যাধুনিক একটি
Excellent ইন্ডাস্ট্রিয়াল
পার্ক হতে যাচ্ছে।
কর্মসংস্থান
তৈরিতে
কোম্পানির
বিশেষ
কোন
পরিকল্পনা
আছে
কী?
২০২০
সালের মধ্যে কোম্পানি যে উদ্যোগটি বাস্তবায়ন করতে যাচ্ছে তা হলো, কমপক্ষে এক লক্ষ ব্যক্তির উপার্জন হবে মাসে কমপক্ষে এক লক্ষ টাকা।
নেটওয়ার্ক
মার্কেটিং
নিয়ে
বিশেষ
করে
বাংলাদেশের
মানুষ
যথেষ্ট
বিভ্রান্ত
এমতাবস্থায়
আপনাদের
প্রত্যাশা
কী?
নেটওয়ার্ক
মার্কেটিং সিস্টেম বর্তমানে বিশ্বব্যাপি স্বীকৃত একটি বিজনেস প্রযুক্তি। খোদ আমেরিকার শতকরা ৪০-৫০ ভাগ মানুষ এই পেশার সাথে যুক্ত। অথচ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে এই ব্যাবসায়িক প্রক্রিয়াটি যথেষ্ট জনপ্রিয় হওয়া স্বত্বেও মাত্র ০.০৭ শতাংশ
মানুষ এই পেশার সাথে যুক্ত। এটি খুব ভালো একটি বিষয় যে, দিল্লি ইউনিভার্সিটিতে B.Net
(Vachelor of Networking), M.Net (Masters of Networking) এবং MBA. Net (MBA of Networking) ডিগ্রী কোর্স আকারে পড়ানো হয়। সেখানে আমাদের দেশে শুধুমাত্র সৎ এবং দক্ষ পরিচালনার অভাবে মানুষ বিভ্রান্ত হচ্ছে। তাই আমাদের প্রত্যাশা আমাদের বর্তমান সবার বিজনেস মেন্টর এবং অগ্রদূত Excellent
World এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার এইচ রয়েল রানানা বলিষ্ট ও দৃঢ় নেতৃত্বে
বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটি পবিত্র ও সুস্থ পরিবেশ
তৈরি হয়েছে। তাই আমরা বিশ্বাস করি মায়ের কোলে তার সন্তান যেমন নিরাপদ ঠিক তেমনি আমরাও Excellent
World এ আমাদের ক্যারিয়ার কে নিরাপদ এবং সু-নিশ্চিত মনে করছি।
স্যার! সেন্ডেলিনা সোপ ১২৫ গ্রাম ট্যলেট সোপ।গ্রেড ১নং, TMF ৮০%, কোন ক্ষতিকর উপাদান ক্যামিকেলস নাই। দাম মাত্র ৪৪ টাকা,
ReplyDeleteআর আমাদের এক্সিলেন্টের সোপ ১২৫ গ্রাম,টয়লেট সোপ,গ্রেড ১ TMF ৭৬% কোন ক্ষতকর ক্যামিকেলস নাই। দাম ১৫০ টাকা। দামে এত পার্থক্য কেন?